টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচেই পাল্টা প্রত্যাঘাত করেছে নিউজিল্যান্ড। কলিন মুনরোর সেঞ্চুরি ও ট্রেন্ট বোল্টের বিধ্বংসী স্পেলে সহজেই ম্যাচ নিজেদের করে নেয় কিউইরা।
রাজকোটে ৪০ রানে হেরেছে টিম ইন্ডিয়া। রান তাড়া করতে নেমে বড়ই নিস্প্রভ লেগেছে ধোনিদের। আর ম্যাচ হারার পরই সোশ্যাল মিডিয়ার ট্রোল হলেন বিশ্বের সেরা ফিনিশার ধোনি।
শনিবার ব্যাটে রান পেলেও ধোনির সেই 'মিডাস টাচ' বিশেষ দেখা যায়নি। ৪৯ রানে আউট হন ধোনি। তবে সবকিছুকে ছাপিয়ে গিয়েছে একটি মুহূর্ত। স্টাম্পিং বাঁচাতে জিমন্যাস্টের কায়দায় পা বাড়ান ভারতের সাবেক অধিনায়ক। আর এই ছবিটি নিয়েই তিনি সোশ্যাল মিডিয়ায় ট্রোল হন ধোনি।
কেউ বলছেন, ক্যারিয়ার দীর্ঘায়িত করছেন। কেউ বলছেন, নিউ জিল্যান্ডে দ্বাদশ ক্রিকেটার ছিলেন ধোনি। রাজকোটে ৪০ রানে হেরে ৩ ম্যাচের সিরিজ এখন ১-১। মঙ্গলবার তিরুঅনন্তপুরমে সিরিজের শেষ ম্যাচই এখন ফাইনাল।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর