কিউইদের বিপক্ষে দ্বিতীয় টি-২০-তে ভারতের হারের জন্য সমালোচকরা ক্রমাগত মহেন্দ্র সিংহ ধোনিকে তুলোধোনা করে চলেছেন। ভারতের সাবেক ক্রিকেটার আকাশ চোপড়া টি-২০ দলে ধোনিকে রাখা উচিত হয়নি বলেই জানান তিনি। এমনকী ২০১৯ বিশ্বকাপের জন্য এখনই ধোনির বিকল্প খোঁজা শুরু করা দরকার বলে মনে করেন তিনি।
আকাশের কথার রেশ ধরে রেখেই ফের ধোনির যোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেন ভারতের আরেক সাবেক ক্রিকেটার অজিত আগরকর। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সাবেক এই অল রাউন্ডার জানান, শেষ ম্যাচে ধোনি যখন ক্রিজে আসেন, তখনও জেতার সুযোগ ছিল ভারতের সামনে। কোহলি যেখানে বাউন্ডারি মেরে চাপমুক্ত করার চেষ্টা চালাচ্ছিলেন, সেখানে ধোনি থমকে যান। ধোনি যদি সেদিন প্রকৃতই খেলতেন, তা হলে ভারত জিততেও পারত।
ভারতের সাবেক ক্রিকেটারের মতে, একদিনের ম্যাচে ধোনির খেলা নিয়ে এখনও কেউ প্রশ্ন তুলছে না। তবে টি টোয়েন্টি যেহেতু আরও দ্রুতগতির খেলা, সেখানে ধোনির খারাপ পারফরম্যান্স বেশি করেই চোখে লাগছে। তাই প্রশ্ন উঠছে। শুধু ব্যাটসম্যান হিসেবে ধোনির অভাব এখন আর কেউ অনুভব করবে না। কারণ দলে অনেক অভিজ্ঞ ক্রিকেটার রয়েছে।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর