প্রতিযোগিতামূলক ক্রিকেটে আর কখনও হাত ঘোরাবেন না পাকিস্তানি অফস্পিনার সাঈদ আজমল। বুধবার পেশাদার ক্যারিয়ারের শেষ ম্যাচটি খেলতে মাঠে নামেন তিনি।
ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে ফয়সালাবাদের হয়ে লাহোর হোয়াইটসের হয়ে নিজের ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলেন আজমল। বিদায়ী ম্যাচে আজমলের দল ১০ রানে হেরে যায়। ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়রাই বিশ্ব ক্রিকেটের অন্যতম প্রতিভাবান স্পিনারকে গার্ড অব অনার দেন।
তবে ক্রিকেট ক্যারিয়ারটা মোটেও সুখকর ছিল না আজমলের। ২০১৪ সালে অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে অভিযুক্ত হন তিনি। পরে ২২ গজে ফিরলেও বোলিংয়ে পুরনো ধার হারিয়ে ফেলেন এই স্পিনার।
পাকিস্তানের জার্সিতে এই অফস্পিনারের অভিষেক হয় ২০০৮ সালে ৩১ বছর বয়সে। সব ধরনের ফরম্যাটে পাকিস্তানের হয়ে ৪৪৭ উইকেট নেন ৪০ বছর বয়সী এই স্পিনার।
বিডি-প্রতিদিন/ ৩০ নভেম্বর, ২০১৭/ ওয়াসিফ