হাডার্সফিল্ড টাউনকে ৫-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে আর্সেনাল। প্রতিপক্ষকে উড়িয়ে দিতে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়েছেন অলিভিয়ে জিরুদ ও মেসুত ওজিল। ফরাসি স্ট্রাইকার জিরুদ জোড়া গোল করেছেন এবং আর দুটি গোলে অবদান রাখার পাশাপাশি একটি গোল করেন ওজিল।
বুধবার রাতে এমিরেটস স্টেডিয়ামে ম্যাচের তৃতীয় মিনিটেই গোল করে দলকে এগিয়ে নেন ফরাসি ফরোয়ার্ড আলেকসঁদ লাকাজেত। ৬৭তম মিনিটে ওজিলের পাস ধরে গোল করেন অলিভিয়ে জিরুদ। তিন মিনিটের মধ্যে আরও দুবার জালে বল পাঠিয়ে জয় নিশ্চিত করে ফেলে আর্সেনাল। ৬৯তম মিনিটে ওজিলের ক্রস পেয়ে কাছ সহজ গোল পেয়ে যান সানচেস। এরপর অ্যারন র্যামজির পাস পেয়ে দলের চতুর্থ গোলটি করেন জার্মান মিডফিল্ডার ওজিল। আর ৮৭তম মিনিটে নবাগত হাডার্সফিল্ড টাউনের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন জিরুদ।
৯ জয় ও এক ড্রয়ে ২৮ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে আর্সেনাল।
বিডি প্রতিদিন/৩০ নভেম্বর ২০১৭/এনায়েত করিম