সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে অনুসারীর সংখ্যা হিসেবে মার্কিন পপগায়িকা টেইলর সুইফটকে পেছনে ফেলেছেন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। ছয় থেকে ৩২ বছর বয়সী রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার উঠে এসেছেন দুইয়ে। টেইলর সুইফট নেমে গেছেন ছয়ে। শীর্ষস্থান ধরে রেখেছেন টেইলরের ঘনিষ্ঠ বান্ধবী সেলেনা গোমেজ।
পরিবার ও মাঠের বহু ছবি ইন্সটাগ্রামে পোস্ট করেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এ বছর অনুসারীর সংখ্যা ১১৬ মিলিয়ন। গত বছর ছিল ৮২.৮ মিলিয়ন। এ বছর সেলেনার অনুসারীর সংখ্যাও বেড়েছে। ইন্সটাগ্রামে এ বছর তার অনুসারী সংখ্যা ১৩০ মিলিয়ন। যা গত বছর ছিল ১০৩ মিলিয়ন।
বিডি প্রতিদিন/৩০ নভেম্বর, ২০১৭/ফারজানা