দিল্লি টেস্টের আগে দল নির্বাচন নিয়ে বেশ বেকায়দায় পড়েছেন বিরাট কোহলি। লোকেশ রাহুল, মুরালি বিজয়, শিখর ধাওয়ান এই তিন ওপেনারের মধ্যে কাকে বসাবেন এই নিয়ে আসলেই মধুর সমস্যায় রয়েছেন বিরাট।
ইডেন টেস্টের দ্বিতীয় ইনিংসে লোকেশ রাহুল ও শিখর ধাওয়ান দু’জনেই রান পেয়েছেন। রাহুল করেছিলেন ৭৯ রান। ধাওয়ান ৯৪ রান। দ্বিতীয় টেস্টে খেলেননি ধাওয়ান। মুরলি বিজয় করে গেছেন দুরন্ত ১২৮ রান। দিল্লি টেস্টের দলে ফিরেছেন ধাওয়ান। একদিকে অস্ট্রেলিয়ার টানা ৯ টেস্ট সিরিজ জয়ের নজির ছোঁয়ার সুযোগ। অন্যদিকে ওপেনারদের নিয়ে প্রতিযোগিতা। সেঞ্চুরি করা বিজয়ক নাকি রাহুলের উপর কোপ পড়বে। আবার ধাওয়ানকে না খেলিয়ে রাহুল-বিজয়েই আস্থা রাখবেন কোহলি।
ওপেনিং স্লট ছাড়া বাকি দল কী হবে তা উইকেটের ওপর নির্ভর করছে। ইডেনের মতো বাউন্সি উইকেট হচ্ছে না দিল্লিতে। আবার নাগপুরের মতো পাটাও নয়। বাউন্স থাকবে। তবে হালকা। তাই নাগপুরের মতো দুই পেসার নাকি ইডেনের মতো তিন পেসার তা শনিবার সকালে ঠিক করবে টিম ম্যানেজমেন্ট।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর