দেখতে দেখতে হুড়মুড়িয়ে দোরগোড়ায় চলে এল ফুটবল বিশ্বকাপ। মস্কোর স্টেট ক্রেমলিন প্যালেসে বিশ্বকাপের ড্র নিয়ে তারকার হাট বসে গিয়েছিল। প্রত্যেক দেশের কোচ এবং প্রতিনিধি তো ছিলেনই। সঙ্গে দিয়েগো ম্যারাডোনা, দিয়াগো ফোরলান, কার্লোস পুয়েল, ফাবিও কানাভারো, কাফু-র মতো কিংবদন্তীরা। একে একে কাঁচের পাত্র থেকে বেছে নিচ্ছিলেন বিভিন্ন গ্রুপের দলগুলো।
আয়োজক দেশ হিসাবে গ্রুপ 'A'-এর প্রথম দল ছিল রাশিয়া। এক এক করে দলের নাম ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে তা চলে যাচ্ছিল দলের কোচদের খাতায়। কোন প্রতিদ্বন্দ্বী তাদের জন্য অপেক্ষা করবে তা নিয়ে হয়তো আজ থেকে শুরু হয়ে যাবে চুলচেরা বিশ্লেষণ, বিশেষ অনুশীলনও। ড্র-এর পর যা দাঁড়িয়েছে তাতে গ্রুপ B এবং গ্রুপ F-কে গ্রুপ অফ ডেথ বলা যায়।
গ্রুপ বি-তে রয়েছে পর্তুগাল, স্পেন, মরোক্কো এবং ইরান। অর্থাৎ প্রথম ম্যাচ স্পেনের বিরুদ্ধে খেলতে হবে রোনালদোদের। অন্যদিকে গ্রুপ এফ-এ গতবারের চ্যাম্পিয়ন জার্মানি সঙ্গে রয়েছে মেক্সিকো, সুইডেন এবং কোরিয়া রিপাবলিক। অর্থাত্ৎ, এই দুই গ্রুপের খেলায় বহু নক্ষত্র পতন হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। ইংল্যান্ড এবং বেলজিয়ামও একই গ্রুপে রয়েছে। অপেক্ষাকৃত সহজ গ্রুপে রয়েছে মেসি-নেইমাররা।
বিডি প্রতিদিন/০২ ডিসেম্বর ২০১৭/আরাফাত