বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরে রংপুর রাইডার্সের আইকন ক্রিকেটার ও অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ব্যাটে-বলে দুর্দান্ত পারফর্ম করে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এই ডানহাতি ক্রিকেটার।
বিপিএলে মাশরাফির নজরকাড়া পারফরম্যান্সের কারণে জাতীয় দলে টি-টোয়েন্টি ফরম্যাটে ফেরার প্রসঙ্গে অনেক আলোচনা হচ্ছে। তবে এই প্রসঙ্গে নিশ্চুপ বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক।
সম্প্রতি টি-টোয়েন্টিতে ফেরা নিয়ে প্রশ্ন করা হলে মাশরাফি বলেন, না, এটা নিয়ে আমি কথা বলতে চাই না।
বিডি প্রতিদিন/২ ডিসেম্বর, ২০১৭/ফারজানা