জাহির খান ও সাগরিকা ঘাটকে-র বিয়েতে বসেছিল চাঁদের হাট। বিনোদন ও ক্রিকেট দুনিয়ার বহু মানুষ এসেছিলেন বিয়ে বাড়িতে। হাজির ছিলেন জাহিরের একসময়ের সতীর্থ যুবরাজ সিংও।
এক ওভারে ছটা ছয়ের মালিক যুবি ক্রিকেট মাঠে দাপট দেখান। ঠিক তেমনি ডান্স ফ্লোরে আগুন লাগাতেও তিনি একই রকম স্বচ্ছন্দ্য। আশিষ নেহরার পাশে মুখোশ পড়ে দারুণ স্টাইলে ভাঙড়া নাচলেন তিনি। নেহরার হাটকে স্টাইলের পাশে একদুমে দাপুটে পাঞ্জাবি নাচে মঞ্চ মাতালেন যুবি। যুবির সেই নাচ এখন নেটে ভাইরাল।
জাহির ও সাগরিকা ২৩ তারিখ মুম্বাইয়ে তাজ প্যালেসে গ্র্যান্ড রিসেপশনের আয়োজন করেছিলেন। বিয়ের আইসিং ছিল এই রিসেপশান। ১৪ বছরের আন্তর্জাতিক ক্রিকেট খেলা জাহির ও বলিউডি ছবিতে সফল অভিনয় করা সাগরিকার বিয়ে ঘিরে কার্যত চাঁদের হাট বসেছিল।
বিডি প্রতিদিন/০২ ডিসেম্বর ২০১৭/আরাফাত