অ্যাডিলেডে দিবারাত্রের টেস্টে বিঘ্ন ঘটাল বৃষ্টি। ইতিমধ্যেই ব্রিসবেনে জিতে অ্যাসেজ সিরিজে ১–০ এগিয়ে আছে অস্ট্রেলিয়া। তাই সমতা ফেরানোর জন্য অ্যাডিলেডে জিততে মরিয়া জো রুট বাহিনী।
দ্বিতীয় টেস্টে টসে জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। কিন্তু বারেবারে বৃষ্টি নামায় ম্যাচ বন্ধ করতে হচ্ছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত অজিদের রান ৪ উইকেট হারিয়ে ১৮১ রান।
অজিদের পক্ষে ক্যামেরুন ব্যাঙ্করফ্ট (১০) রান আউট হয়ে প্যাভিলিয়নে ফিরেছেন। ডেভিড ওয়ার্নার করেছেন ৪৭ রান। উসমান খাজা ৫৩ ও অধিনায়ক স্টিভ স্মিথ ২৫ রান করে আউট হন। পিটার হ্যান্ডশকোম্ব ২৪ ও শন মার্শ ৪ রানে ব্যাট করছেন।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর