দিল্লি টেস্টের প্রথম দিন শেষে ভারতের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ৩৭১ রান। অধিনায়ক বিরাট অপরাজিত আছেন ১৫৬ রানে। বিরাট যে ফর্মে আছেন তাতে করে কাল যদি তিনি ফের একটি ডাবল সেঞ্চুরি হাঁকান তাহলে অবাক হবার কিছু থাকবে না।
শ্রীলঙ্কার বিপক্ষে নাগপুর টেস্টে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। দিল্লিতে সিরিজের তৃতীয় তথা শেষ টেস্টে আবারও সেঞ্চুরি হাঁকালেন কোহলি। এটি তার টেস্ট ক্যারিয়ারের ২০তম সেঞ্চুরি। বেশ কিছুদিন ধরে যেভাবে বাইশ গজে ব্যাট চালাচ্ছেন বিরাট, এভাবেই চলতে থাকলে অদম্য, অপ্রতিরোধ্য বিরাতোকে থামানো সত্যি অসাধ্য হয়ে যাবে।
কোটলার বাইশ গজে কোহলি সেঞ্চুরির দেখা পান মাত্র ১১০ বলে। দিনশেষে ১৮৬ বলে ১৬ চারে ১৫৬ রানে অপরাজিত আছেন তিনি। একই সঙ্গে এই টেস্ট ম্যাচেই ভারতীয়দের মধ্যে ১১তম ব্যাটসম্যান হিসেবে টেস্টে ৫ হাজার রানের ক্লাবে প্রবেশ করেছেন বর্তমান ভারত অধিনায়ক।
১০৫ ইনিংস সময় নিয়ে ভারতীয়দের মধ্যে দ্রুততম ৫ হাজারের মালিকদের মধ্যে ৪ নম্বরে রয়েছেন কোহলি। এই তালিকায় এক নম্বরে রয়েছেন ক্রিকেট কিংবদন্তি সুনীল গাভাস্কার। ৯৫ ইনিংসে পাঁচ হাজার রানের মাইলফলকে পৌঁছেছিলেন তিনি।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর