লা লিগায় ঘরের মাঠ ন্যু ক্যাম্পে বার্সেলোনাকে ২-২ গোলের ড্রয়ে রুখে দিয়েছে সেল্টা ভিগো। এতে গত বছরের ডিসেম্বরের পর এই প্রথম পয়েন্ট খোয়ালো কাতালানরা।
খেলা শুরুর ২০ মিনিটে ভিজিটরদের লিড এনে দেন স্ট্রাইকার লাগো আসপাস। ২ মিনিট পরেই সমতায় ফেরান মেসি। ১-১ গোলে প্রথমার্ধ শেষ হয়। ৬২ মিনিটের মাথায় স্কোরশিটে নাম লেখান লুইস সুয়ারেজ। আট মিনিট পর ম্যাচ জমিয়ে দেন সেল্টা ফরোয়ার্ড ম্যাক্সি গোমেজ। শেষ পর্যন্ত দীর্ঘ এক বছর পর লিগ ম্যাচে ন্যু ক্যাম্প থেকে ড্রয়ের হতাশা নিয়ে বাড়ি ফেরেন স্বাগতিক দর্শকরা।
১৪ ম্যাচে বার্সার সংগ্রহ ৩৬ (১১ জয়, ৩ ড্র)। ৫ পয়েন্ট পিছিয়ে এক ম্যাচ কম খেলা ভ্যালেন্সিয়া। ১৩ ম্যাচে সমান ২৭ পয়েন্টে যথাক্রমে তিনে অ্যাতলেতিকো মাদ্রিদ ও চার নম্বরে রিয়াল মাদ্রিদ।
বিডি প্রতিদিন/০২ ডিসেম্বর ২০১৭/এনায়েত করিম