বিলবাওয়ের মাঠে ফের হোঁচট খেল রিয়াল মাদ্রিদ। লা লিগার তলানির দল আথলেতিকো বিলবাওয়ের বিপক্ষে কোনও গোলের দেখা পায়নি জিদান শিষ্যরা।
শনিবার রাতে সান মামেসে লিগের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। লিগে শেষ তিন ম্যাচের দুটিতে ড্র করল মাদ্রিদের ক্লাবটি। ১৮ নভেম্বর আতলেতিকো মাদ্রিদের মাঠে ড্র করার পর গত সপ্তাহে মালাগার বিপক্ষে ঘরের মাঠে জিতেছিল রিয়াল। এই নিয়ে এবারের লিগে চতুর্থ ড্র করলো গতবারের চ্যাম্পিয়নরা। মাঝে দুটি ম্যাচে হেরেছেও তারা।
আর এ ড্রয়ের ফলে ১৪ ম্যাচে আট জয় ও চার ড্রয়ে ২৮ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে রিয়াল। সমান পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে সেভিয়া।
দিনের প্রথম ম্যাচে সেল্তা দে ভিগোর সঙ্গে ঘরের মাঠে ২-২ ড্র করা বার্সেলোনার পয়েন্ট ৩৬। ৫ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে এক ম্যাচ কম খেলা ভ্যালেন্সিয়া। আরেক ম্যাচে রিয়াল সোসিয়েদাদকে ২-১ গোলে হারানো আতলেতিকো মাদ্রিদ ১৪ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে আছে তৃতীয় স্থানে।
বিডিপ্রতিদিন/ ০৩ ডিসেম্বর, ২০১৭/ ই জাহান