অস্ট্রেলিয়ার ক্রিকেট দলের অধিনায়ক অথচ খেলা দেখতে পছন্দ করেন না স্টিভেন স্মিথ। ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজ সিরিজের চতুর্থ ম্যাচ শেষে কথা বলতে গিয়ে তিনি এ কথা বলেন।
স্মিথ বলেন, ‘আমি খেলা দেখতে পছন্দ করি না। অবসর সময় বা অন্য সময় সুযোগ পেলে খেলা দেখি না।’
বিদায়ী বছর টেস্ট ক্রিকেটকে শক্তহাতে শাসন করেছেন স্মিথ। ব্যাট হাতে রানের ফুলঝুড়ি ফুটিয়েছেন তিনি। ১১ টেস্টের ২০ ইনিংসে ১৩০৫ রান করে ২০১৭ সালে সর্বোচ্চ রান সংগ্রহকারী স্মিথ। পাঁচটি সেঞ্চুরির সাথে ১টি ডাবল-সেঞ্চুরিও করেছেন এই ডান-হাতি ব্যাটসম্যান।
বক্সিং-ডে টেস্টে ক্যারিয়ারের ২৩তম সেঞ্চুরি তুলে অপরাজিত ১০২ রান করে ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়াকে ড্র’র স্বাদ দেন স্মিথ। এমন দুর্দান্ত ইনিংস খেলার পর বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে গিয়ে অবাক করার মত তথ্য দিয়েছেন স্মিথ, ‘আমি ক্রিকেট খেলতে খুবই পছন্দ করি। খেলার বাইরেও মাঝেমধ্যে খেলে থাকি। ক্রিকেট খেলাটাই আমার পেশা। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং সবই আমার পেশাদারিত্বের অংশ। কিন্তু টিভিতে বা অন্য কোথাও ক্রিকেট খেলা দেখতে পছন্দ করি না। কেন জানি ব্যাপারটা আমার মোটেও পছন্দ নয়।’
সিডনিতে আগামী ৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে ইংল্যান্ডের সাথে সিরিজের পঞ্চম ও শেষ টেস্ট।
বিডি প্রতিদিন/০২ জানুয়ারি ২০১৮/এনায়েত করিম