ক্রিকেট মাঠে মাঝে মধ্যে অদ্ভুত কিছু ঘটনা ঘটে। কিন্তু নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি ম্যাচে শনিবার সকলে যা ঘটল তা সাধারণত দেখা যায় না। বোলারের বাউন্সার সামলাতে গিয়ে ব্যাটসম্যানের হেলমেট উড়ে গিয়ে লাগল উইকেটে। ফিন্ডারদের আবেদনে এরপর আম্পায়ার তুলে দিলেন আঙ্গুল। মাঠ ছাড়লেন কিউই ব্যাটসম্যান মার্ক চ্যাপম্যান।
ম্যাচের তখন ১৮তম ওভারের বল করছিলেন অজি পেসার বিলি স্ট্যানলেক। এ সময় তার একটি বাউন্সার মার্ক চ্যাপম্যানের হেলমেটে গিয়ে লাগে। বলের আঘাতে মার্কের মাথা থেকে খুলে যায় হেলমেট। সেই হেলমেট গিয়ে লাগে উইকেটে। বোলার হিট উইকেটের আবেদন করলে তাতে সম্মতি জানান আম্পায়ার। আউট হয়ে মাঠ ছাড়তে হয় চ্যাপম্যানকে।
বিডি-প্রতিদিন/১৭ ফেব্রুয়ারি, ২০১৮/মাহবুব