কাকতলীয় হলেও সেই শারজাতেই ভাঙল কিংবদন্তি পাকিস্তানি পেসার ওয়াকার ইউনিসের ২৮ বছর আগে গড়া রেকর্ড৷ তাও অখ্যাত এক স্পিনারের হাতে৷
রশিদ খানের পর আফগান ক্রিকেটের সাম্প্রতিক উত্থানের অন্যতম ফসল হিসেবে ধরা হচ্ছে ১৬ বছরের মুজিব উর রহমানকে৷ গত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে আফগানিস্তানের অন্যতম হাতিয়ার ছিলেন ডানহাতি এই অফস্পিনার৷
যদিও একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে আত্মপ্রকাশ করেছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগেই৷ গত বছর আয়ারল্যান্ডের বিরুদ্ধে অভিষেক ম্যাচেই চার উইকেট নিয়েছিলেন৷ ক্যারিয়ারের সাত নম্বর ওয়ান ডে ম্যাচে প্রথমবার ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করলেন তিনি৷
মুজিবুর রহমানের ৫০ রানে পাঁচ উইকেটের সুবাদেই জিম্বাবুয়েকে চতুর্থ একদিনের ম্যাচে হারিয়ে সিরিজের দখল নেয় আফগানিস্তান৷ জিম্বাবুয়ের পাঁচজন ব্যাটসম্যানকে সাজঘরের পথ দেখানোর দিনে আফগান স্পিনারের বয়স দাঁড়ায় ১৬ বছর ৩২৫ দিন৷ একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে পাঁচ উইকেট দখল করা সর্বকণিষ্ঠ বোলার হলেন তিনিই৷ এক্ষেত্রে তিনি ভেঙে দিলেন ১৯৯০ সালে গড়া পাক পেসার ওয়াকার ইউনিসের রেকর্ড৷ ওয়াকার এমন কীর্তি স্থাপণ করেছিলেন ১৮ বছর ১৬৪ দিন বয়সে৷
মুজিব উর রহমানকে গত মাসের আইপিএল নিলামে ৪ কোটি টাকার বিশাল অঙ্কে কিনে নিয়েছে কিংস ইলেভেন পঞ্জাব৷ রশিদ ও নবির পর তৃতীয় আফগান ক্রিকেটার হিসেবে আইপিএলের সংসারে ঢুকে পড়েছেন মুজিবুর রহমান৷
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর