ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার যুবরাজ সিং। দীর্ঘদিন জাতীয় দলে ব্র্যাত্য এ তারকা সর্বশেষ টিম ইন্ডিয়ার হয়ে ২০১৭ সালের জুনে মাঠে নেমেছিলেন। আর তারই জের ধরে এবার ক্রিকেটকে বিদায় জানানোর 'ক্ষণ' জানালেন এই তারকা। ২০১৯ সালে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড আয়োজন করবে ওয়ানডে বিশ্বকাপ। আর সে বছর শেষেই ক্রিকেটকে বিদায় জানাবেন ভারতীয় অলরাউন্ডার।
অবসর প্রসঙ্গে যুবরাজ বলেন, ‘২০১৯ সাল পর্যন্ত খেলে যেতে চাই। এ সময় ক্রিকেটের সঙ্গেই থাকতে চাই। সে বছর শেষ হলে ক্রিকেটকে বিদায় জানাবো।’ ৩৬ বছর বয়সী যুবরাজ আরও বলেন, ‘প্রত্যেককেই একটা সময় সিদ্ধান্ত নিতে হয়। আমি সেই ২০০০ সাল থেকে আন্তর্জাতিক ক্রিকেট খেলছি। এটা ১৭ থেকে ১৮ বছরের মতো। সুতরাং আমি অবশ্য ২০১৯ শেষে অবসরে যাবো।’
বর্তমানে যুবরাজ আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে খেলছেন।
যুবরাজ ক্যারিয়ারে এখন পর্যন্ত ৪০টি টেস্ট, ৩০৪টি ওয়ানডে ও ৫৮টি টি-টোয়েন্টি খেলেছেন। সব ফরম্যাট মিলিয়ে ১৭টি সেঞ্চুরিসহ ১০ হাজারের ওপরে রান করেছেন তিনি। পাশাপাশি রয়েছে ১৪৮টি উইকেট।
বিডি প্রতিদিন/২৩ এপ্রিল ২০১৮/ওয়াসিফ