মাঠ হোক বা মাঠের বাইরে, নাচের সুযোগ পেলে সহজে তা হাতছাড়া করেন না ক্রিস গেইল। শতরান হাঁকিয়ে কখনও হাতের ব্যাটটা কোলে নিয়ে শিশুকে দোল খাওয়ানোর কায়দায় ডান্স করতে শুরু করে দেন।
কখনও আবার ম্যাচ সেরার পুরস্কার নিয়ে দুই হাত তুলে নাচের ভঙ্গিতে আনন্দের বহিঃপ্রকাশ করেন। এতো গেল মাঠের হিসেব।
মাঠের বাইরেও ডান্স ফ্লোরে বাঘা ডান্সারদের মাত দিতে পারেন গেইল। সোশ্যাল মিডিয়ার এই মুহূর্তে ভাইরাল গেইলের এমনই এক নাচের দৃশ্য। হরিয়ানার স্বপ্না চৌধুরীর হিট নাম্বার 'তেরি আঁখিয়ো কা কাজল'- গানে নাচতে দেখা যাচ্ছে গেইলকে।
বছরজুড়ে ইউনিভার্সাল বসের খোঁজ-খবর যারা রাখেন তারা অবশ্য এই ভিডিও দেখে নিশ্চয়ই বলে দিতে পারবেন ভিডিওটি এগারোর আইপিএল সময়কালে নয়। শাহরুখের রাইস সিনেমায় সানি লিওনের 'ল্যায়লা মে ল্যায়লা' গানের সুরে অনেক আগেই নবাবী কায়দায় কোমড় দুলিয়েছেন ক্যারিবিয়ান এই ক্রিকেটার।
তবে কি সস্তার প্রচার পেতেই গেইলের সেই পুরনো ডান্স ভিডিওটি তার হিট নাম্বারে নাচা বলে উল্লেখ করলেন স্বপ্না? নেটিজেন অবশ্য ইতিমধ্যেই এই প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছে।
বুড়ো হাতে গেইল যেমন আইপিএলে হিট, তেমনই তার পুরনো ভিডিও কিন্তু নতুন মোড়কে সোশ্যাল মিডিয়ায় হৈচৈ ফেলে দিয়েছে।
বিডি প্রতিদিন/২৩ এপ্রিল ২০১৮/আরাফাত