চলতি আইপিএলে কিংস ইলেভেনের হয়ে খেলছেন যুবরাজ সিং। প্রীতি জিনতার দলের যে এই মুহূর্তে লক্ষ্য আইপিএলের সেমিফাইনালে জায়গা করে নেওয়া, সেটাই জানালেন যুবরাজ। তার কথায়, ‘আপাতত শেষ চারে উঠতে চাই। আমাদের দলে ভারসাম্যের অভাব নেই। ব্যাটিং, বোলিং। ফিল্ডিং তিন বিভাগেই আমরা যথেষ্ট পরিশ্রম করছি। সব ঠিক চললে কাপ জেতাও অসম্ভব নয়।’
এই আইপিএলে বিধ্বংসী ফর্মে রয়েছেন ক্রিস গেইল। ক্যারিবিয়ান সতীর্থের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন যুবরাজ। যুবরাজ বলেন, ‘গেইলের ব্যাটিং দারুণ উপভোগ করছি। ও আমার খুবই ঘনিষ্ঠ বন্ধু। এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক ব্যাটসম্যানদের মধ্যে ও একজন। গেইল যখন নিজের ছন্দে থাকে, তখন ওই শেষ কথা বলে। গেইলের মতো সতীর্থকে যে কোনও ক্রিকেটারই পেতে চাইবেন।’
কে জিতবে এবারের আইপিএল এমন প্রশ্নের উত্তরে যুবরাজ বলেন, ‘টি-টোয়েন্টি ক্রিকেট হল অনিশ্চয়তার খেলা। যে কোনও দল যে কোনও দিন পুরো হিসেবটাই পাল্টে দিতে পারে। চেন্নাই সুপার কিংস ধারাবাহিকভাবে ভাল খেলছে। কলকাতা নাইট রাইডার্সও ফর্মে রয়েছে। সব দলই এদের আলাদা করে গুরুত্ব দেবে।’
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর