শ্রীলঙ্কার তারকা ব্যাটসম্যান ধনঞ্জয়া ডি সিলভার বাবা রঞ্জন ডি সিলভা আততায়ীর গুলিতে খুন হয়েছেন। বৃহস্পতিবার রাতে কলম্বোর দক্ষিণে রাথমালানা এলাকায় এ ঘটনা ঘটে।
তাই ওয়েস্ট ইন্ডিজ সফর নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন এই শ্রীলঙ্কান ব্যাটসম্যান। দলের সঙ্গে শুক্রবারই ওয়েস্ট ইন্ডিজ সফরে যাওয়ার কথা ছিল তার।
ধনঞ্জয়ার বাবা রঞ্জন ডি সিলভা ছিলেন দেহিওয়ালা-মাউন্ট ল্যাভিনিয়া সিটি কাউন্সিলের কাউন্সিলর। নির্বাচিত হয়েছিলেন গত ফেব্রুয়ারিতে।
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাত সাড়ে আটটার কলম্বোর দক্ষিণে রাথমালানা এলাকায় গুলিতে নিহত হন রঞ্জন। খুনিকে এখনও চিহ্নিত করা যায়নি।
বিডি প্রতিদিন/২৫ মে ২০১৮/এনায়েত করিম