আরতুরো ভিদাল ফেড্রো। লাতিন দেশ চিলির তারকা ফুটবলার। এবার এই ফুটবলারকে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ থেকে ধার নিচ্ছে বার্সেলোনা। ৩ বছরের জন্য ভিদালকে দলে ভেড়াচ্ছে কাতালানরা।
বিবিসি স্পোর্টসের খবর, ৩১ বছর বয়সী এই তারকার সঙ্গে প্রাথমিক কথাবার্তা হয়েও গিয়েছে স্প্যানিশ লা লিগার দলটির। ভিদালকে তিন বছরের জন্য ২৭ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে কিনতে চলেছে কাতালান ক্লাবটি।
তবে স্প্যানিশ গণমাধ্যমগুলো জানিয়েছে, বায়ার্ন মিউনিখের কাছ থেকে সম্মতি নিয়ে বার্সায় স্বাস্থ্য পরীক্ষাও করে গিয়েছেন ভিদাল। ওয়াকিবহাল মহলের ধারণা ভিদালের সঙ্গে বার্সার চুক্তি এখন কেবল সময়ের অপেক্ষা। ফলে খুব শিগগিরই মেসির সঙ্গে খেলতে দেখা যাবে ভিদালকে।
প্রসঙ্গত, ২০১৫ সালে ইতালিয়ান ক্লাব জুভেন্টাস ছেড়ে বায়ার্নে পাড়ি জমান ভিদাল। তবে এদিকে প্রশ্ন উঠেছে ন্যু ক্যাম্পে এই তারকা যোগ দিলে বাদ যাচ্ছেন কে? গুঞ্জন রয়েছে কলম্বিয়ার ডিফেন্ডার ইয়েরি মিনাকে ছেড়ে দিতে পারে ব্লাউগ্রানারা। চিলির জার্সিতে ২০০৭ সাল থেকে ১০০টি ম্যাচ খেলেছেন এই তারকা। মোট ২৪টি গোলও করেছেন এই অ্যাটাকিং মিডফিল্ডার।
বিডি-প্রতিদিন/ ই-জাহান