ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশকে ঝড়ো শুরু এনে দিয়েছেন তামিম ইকবাল ও লিটন দাস।
ওপেনিং জুটিতে প্রথম ৪ ওভারে কোনও উইকেট না হারিয়ে ৫৬ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। বাংলাদেশের হয়ে লিটন দাস ১২ বলে ৩ ছক্কা ও ৩ চারে ৩৫ রান করে অপরাজিত আছেন। আর তামিম ১২ বলে ১ ছক্কা ও ৩ চারে ২১ রান করেন।
এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সফর ও সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। বাংলাদেশ সময় ভোর ৬টায় যুক্তরাষ্ট্রের লুদারহিলে ম্যাচটি শুরু হয়।
এদিকে অপরিবর্তিত একাদশ নিয়ে সাকিবের নেতৃত্বে মাঠে নামছে বাংলাদেশ। আর বিপরীতে ওয়েস্ট ইন্ডিজ একাদশে একটি পরিবর্তন এসেছে। এভিন লুইসের বদলে দলে জায়গা পেয়েছেন চ্যাডউইক ওয়াল্টন।
বাংলাদেশ একাদশ:
তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহীম, সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ, আরিফুল হক, নাজমুল ইসলাম, আবু হায়দার রনি, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ:
চ্যাডউইক ওয়াল্টন আন্দ্রে ফ্লেচার, আন্দ্রে রাসেল, মারলন স্যামুয়েলস, দিনেশ রামদিন, রোভম্যান পাওয়েল, কার্লোস ব্র্যাথওয়েট (অধিনায়ক), অ্যাশলে নার্স, কিমো পল, কেসরিক উইলিয়ামস, স্যামুয়েল বদ্রি।
বিডি-প্রতিদিন/ ই-জাহান