ইংল্যান্ড ও ভারতের মধ্যে টেস্ট সিরিজ চলমান। আর প্রথম টেস্টে নাটকীয়ভাবে জয় পেয়েছে স্বাগতিকরা। তবে প্রশংসা কুড়িয়েছে ভারতও। বিশেষ করে টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলিকে প্রশংসায় ভাসিয়েছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক ইয়ান চ্যাপেল।
এজবাস্টন টেস্টে কোহলির পারফরম্যান্সকে চ্যাপেল ১৯৩৮ সালের অ্যাশেজ সিরিজে স্ট্যান ম্যাকক্যাবের মহাকাব্যিক দ্বিশতরানের সঙ্গে কোহলির শতরানের তুলনা করেছেন। যে ইনিংস দেখে ডন ব্র্যাডম্যানও উঠে দাঁড়িয়ে হাততালি দিয়েছিলেন।
এই প্রসঙ্গে চ্যাপেল বলেছেন, জেমস অ্যান্ডারসনের চ্যালেঞ্জিং পরীক্ষা সামাল দিয়ে কোহলি ভারতের প্রথম ইনিংসে দাপট দেখায়। শেষ দুই উইকেটে ৯১ রানের মধ্যে ৮২ করে ও। ১৯৩৮ সালে ট্রেন্ট ব্রিজে স্ট্যান ম্যাকক্যাবের বিখ্যাত দ্বিশতরানের ইনিংসের শেষদিকে এরকমই দাপট দেখা গিয়েছিল। সেটা দেখে সহ-খেলোয়াড়দের ব্যালকনিতে ডেকে এনেছিলেন অস্ট্রেলিয়ার তৎকালীন অধিনায়ক ডন ব্র্যাডম্যান। তিনি বলেছিলেন, তোমরা আর কোনো দিন এই দৃশ্য দেখতে পাবে না।
বিডি-প্রতিদিন/ ই-জাহান