ক্রিকেটে টি-টোয়েন্টি মানে ওয়েস্ট ইন্ডিজ। এই সংস্করণের বিশ্বকাপের সর্বোচ্চ দুইবারের চাম্পিয়নও তারা। বিশ্বব্যাপী টি-টোয়েন্টি লিগে ক্যারিবীয় খেলোয়াড়দের দাপট কারও অজানা নয়। অথচ তাদেরকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে কিছুদিন আফগানদের কাছে এই সংস্করণে হোয়াইট ওয়াশ হওয়া সাকিব বাহিনী।
ভাগ্য নয়, পারফর্ম করেই সিরিজ জিতেছে টাইগাররা। তার ছাপও স্পষ্ট সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক ও উইকেট শিকারীর তালিকায়।
শীর্ষ ৬ রান সংগ্রাহকের তালিকায় ৪ জনই বাংলাদেশের। তিন ম্যাচে এক অর্ধশতক নিয়ে সর্বোচ্চ ১০৩ রান সাকিবের। দুইয়ে আন্ড্রো রাসেল (৯৯)। তিনে তামিম ইকবাল (৯৫), চার নম্বরে লিটন দাশ (৮৬), পাঁচ নম্বরে পাওয়েল (৮১) এবং ছয় নম্বরে মাহমুদুল্লাহ রিয়াদ (৮০)। এদের মধ্যে স্ট্রাইক রেটে রাসেল এগিয়ে থাকলেও ৮০ গড়ে ৮০ রান মাহমুদুল্লাহর।
অন্যদিকে, ব্যাটিংয়ের মতো বোলিংয়েও টাইগারদের দাপট। তিন ম্যাচে ৮ উইকেট নিয়ে উইকেট শিকারীর তালিকায় শীর্ষে মুস্তাফিজুর রহমান। যদিও ওভারপ্রতি (১০.৮০) দেওয়ার ক্ষেত্রে এগিয়ে ছিলেন কাটার মাস্টার। এরপর ৬ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে ওয়েস্ট ইন্ডিজের কিমো পল। ৫ ও ৪ উইকেট নিয়ে তৃতীয় ও চতুর্থ নম্বরে উইলিয়াম ও নার্স। তবে তিনটি করে উইকেট নিয়ে পরের তিনটি স্থানে নাজমুল ইসলাম অপু, সাকিব ও রুবেল। এদের মধ্যে শেষ ম্যাচে মাত্র ৩টি বলে করা অপু হাতে চোট পেয়ে মাঠ ছাড়েন।
বিডি-প্রতিদিন/০৬ আগস্ট, ২০১৮/মাহবুব