সময়টা দারুণ যাচ্ছে পাকিস্তান ক্রিকেট টিমের। চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর থেকে ধারাবাহিকভাবে ভালো খেলছে দলটি। আর তারই জের ধরে পাকিস্তানের সাম্প্রতিক পারফরম্যান্সে খুশি হয়ে কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের বেতন বাড়িয়ে দিল দেশটির ক্রিকেট বোর্ড।
পিসিবি এদিন নতুন কেন্দ্রীয় চুক্তিতে ৩৩ জন ক্রিকেটারের নাম ঘোষণা করেছে। গত বছরের ৩৫ থেকে এবার দু’জন কমেছে। যেখানে বাড়ানো হয়েছে একটি ক্যাটাগরি।
এদিকে, অর্থের পরিমাণ ঠিক কত তা জানা না গেলেও এটি বৃদ্ধির হার ২৫ থেকে ৩০ শতাংশ। এছাড়া ম্যাচ ফিও ২০ শতাংশ বেড়েছে।
কেন্দ্রীয় চুক্তির তালিকা:
ক্যাটাগরি ‘এ’:
বাবর আজম, আজহার আলী, শোয়েব মালিক, সরফরাজ আহমেদ, ইয়াসির শাহ, মোহাম্মদ আমির।
ক্যাটাগরি ‘বি’:
ফাহিম আশরাফ, ফখর জামান, শাদাব খান, আসাদ শফিক, মোহাম্মদ হাফিজ, হাসান আলী।
ক্যাটাগরি ‘সি’:
শান মাসুদ, হারিস সোহেল, ওহাব রিয়াজ, ইমাম-উল হক, মোহাম্মদ নওয়াজ, উসমান শেনওয়ারী, ইমাদ ওয়াসিম, জুনায়েদ খান, মোহাম্মদ আব্বাস।
ক্যাটাগরি ‘ডি’:
আসিফ আলী, রুম্মান রাইস, উসমান সালাহউদ্দিন, হুসেন তালাত, রাহাত আলী।
ক্যাটাগরি ‘ই’:
সাদ আলী, বিলাল আসিফ, মীর হামজা, উমদ আসিফ, মোহাম্মদ রিজওয়ান, সাহেবজাদা ফারহান, শাহীন শাহ আফ্রিদি।
বিডি প্রতিদিন/ ৭ আগস্ট ২০১৮/ ওয়াসিফ