তিন ধরণের ক্রিকেট থেকেই সরে দাঁড়াচ্ছেন ভারতীয় জাতীয় দলে দীর্ঘদিন খেলা রুদ্রপ্রতাপ সিং। বাঁহাতি এই পেসার নিজের টুইটার অ্যাকাউন্টে অবসরের সিদ্ধান্ত ঘোষণা দেন। নিজের অবসরপত্রের ছবিও তিনি পোস্ট করেন তিনি।
আরপি সিং জানিয়েছেন, ‘‘১৩ বছর আগে ৪ সেপ্টেম্বর ২০০৫ সালে প্রথমবার জাতীয় দলের জার্সি গায়ে চাপিয়েছিলাম। আমার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ মুহূর্ত এটাই ছিল। আজকে আমার বুট জোড়া তুলে রাখলাম। আমার সুদীর্ঘ যাত্রাপথে যারা আমাকে সাহায্য করেছেন, প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি।’’
আবেগরুদ্ধ ভাষায় আরপি সিং আরও জানিয়েছেন, ‘‘যখন এটা আমি লিখছি। অনেক আবেগ, পাল্টা আবেগ আমাকে গ্রাস করছে। যতই কেউ একজন এমন দিনের জন্য মানসিক প্রস্তুতি নিয়ে থাকুক না কেন, অবসর নেওয়া মোটেই সহজ কাজ নয়। কিন্তু অন্তর থেকে যেন কোন আওয়াজ উঠে আসে, এটাই সঠিক সময় সরে দাঁড়ানোর।’’
ভারতের উত্তরপ্রদেশের এই পেসার ১৪টা টেস্টের পাশাপাশি ৫৮টি ওয়ানডে খেলেছেন। দেশের হয়ে ১০টি টি-টোয়েন্টি ম্যাচে অংশ নিয়েছেন। নিজের আন্তর্জাতিক কেরিয়ারে ১২৪টি উইকেট নিয়েছেন তিনি। শেষবার ২০১১ সালে কার্ডিফে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে খেলেছিলেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ