ফুটবল বিশ্বকে অবাক করে স্প্যানিশ জায়েন্ট রিয়াল মাদ্রিদ ছেড়ে ইতলির ক্লাব জুভেন্টাসে যোগ দিয়েছেন বিশ্বের অন্যতম সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। তবে নতুন জার্সিতে এখনও নিজেকে মেলে ধরতে পারেনি তিনি। তারই জের ধরে জুভেন্টাসের কোচ ম্যাসি মিলিয়ানো অ্যালগ্রি জানিয়ে দিলেন, দলের স্বার্থে কখনও রিজার্ভ বেঞ্চেও বসতে হতে পারে রোনালদোকে। রিয়াল মাদ্রিদে যেভাবে রোনালদোকে নিয়ন্ত্রণ করতেন জ়িনেদিন জ়িদান, ঠিক সে ভাবেই জুভেন্টাস কোচ তাকে খেলানোর চেষ্টা করবেন।
মঙ্গলবার ইতালীয় সংবাদমাধ্যমকে আলেগ্রি বলেছেন, ‘‘রোনালদোকে এটা বুঝতে হবে যে, দলের স্বার্থই আসল। তাই কখনও হয়তো রিজার্ভ বেঞ্চেও বসতে হতে পারে তাকে। আবার কোন ম্যাচে হয়তো ৩০ মিনিটের জন্যও নামানো হতে পারে।’’
জুভেন্টাসের জার্সিতে এখনও গোল পাননি সিআরসেভেন। তাহলে কি রোনালদোর ফর্মের কারণেই এই ইঙ্গিত? আলেগ্রি অবশ্য বলছেন, ‘‘প্রত্যেকেরই বিশ্রাম প্রয়োজন। তাই সবাইকে ঠিকমতো বিশ্রাম দিয়ে খেলানো হবে। রিয়াল মাদ্রিদও এভাবেই দলের ফুটবলারদের ঘুরিয়ে ফিরিয়ে খেলায়।’’
যদিও ম্যানেজার জানিয়েছেন, প্রস্তুতিতে কোন ফাঁকি দেন না মহাতারকা।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ