সাফ সুজুকি কাপ-২০১৮ এর তৃতীয় দিনের প্রথম খেলায় প্রতিবেশী ভুটানকে ৪-০ গোলে হারিয়ে দিল নেপাল।
বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৪টায় মুখোমুখি হয় 'এ' গ্রুপের দুই দল নেপাল-ভুটান।
ম্যাচের ২১ মিনিটেই দারুণ এক গোলে এগিয়ে যায় নেপাল। মিডফিল্ডার সুনিল বালের কাছ থেকে পেয়ে ভুটানের জালে বল জড়িয়ে দেন নেপালের স্ট্রাইকার অনন্ত তামাং। ৭১ মিনিটে স্ট্রাইকার অনন্ত তামাংকে ফাউল করে বসেন ভুটানের ডিফেন্ডার নিমা ওয়াংডি। রেফারি তাকে লাল কার্ড দেখানোর পাশাপাশি পেনাল্টির বাঁশি বাজান। সুনিলের জোরালো শট ঠেকাতে ব্যর্থ হন ভুটানের গোলরক্ষক শেরিং ডেন্ডুপ।
৭৯ মিনিটে গোলের ব্যবধান ৩-০ করেন নেপালের ফরোয়ার্ড ভরত খবাস। ৮৮ মিনিটে মিডফিল্ডার সুনিল বালের কাছ থেকে বল পেয়ে ভুটানের কফিনে শেষ পেরেক ঠুকে দেন নেপালের নিরঞ্জন খাডকা।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন