ব্রাজিলের অধিনায়কের স্থায়ীভাবে দায়িত্ব পেয়ে দলকে জেতালেন নেইমার। বাংলাদেশ সময় শনিবার সকালে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে যুক্তরাষ্ট্রকে আন্তর্জাতিক এই প্রীতি ম্যাচে ২-০ গোলে হারায় তিতের দল। ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষকে চাপে রাখে ব্রাজিল। এই চাপ বজায় রেখেই একাদশ মিনিটে গোল পেয়ে যায় ফিরমিনো।
ম্যাচের ৩৯তম মিনিটে নেইমার ও ফাবিনিয়ো দারুণ একটি সুযোগ হারান। তবে ৪৩তম মিনিটে সফল স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন নেইমার। এগিয়ে থেকে বিরতিতে যায় ব্রাজিল।
প্রথমার্ধের এলোমেলো স্বাগতিকরা দ্বিতীয়ার্ধে কিছুটা গুছিয়ে উঠলেও কিছুই করতে পারেনি তেমন। ৭২তম মিনিটে দূরপাল্লার দারুণ এক শটে ট্রাপ বল জালে পাঠাতে চাইলেও ডান দিকে ঝাঁপিয়ে তা ঠেকিয়ে দেন ব্রাজিলিয়ান গোলরক্ষক আলিসন।
ম্যাচের শেষ দিকে নেইমার-কৌতিনিয়ো-ফিরমিনোকে তুলে নেন কোচ। এরপর অবশ্য আর ব্যবধান বাড়েনি। ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে সাম্বারা।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন