ধারে ভ্যালেন্সিয়ার কলম্বিয়ান তারকা জেইসন মুরিয়োকে দলে নিয়েছে বার্সেলোনা। তবে মৌসুম শেষে তাকে পাকাপাকিভাবে রেখে দেওয়ার সুযোগও রাখা হয়েছে চুক্তিতে।
২ মিলিয়ন ইউরোতে ধারে নেওয়া মুরিয়োকে স্থায়ীভাবে কিনতে বার্সাকে গুনতে হবে ২৫ মিলিয়ন ইউরো। মূলত স্যামুয়েল উমতিতির ইনজুরির কারণেই কপাল খুলেছে এই সেন্টার-ব্যাকের।
ইন্টার মিলান থেকে ২০১৭ সালের গ্রীষ্মে ধারে ভ্যালেন্সিয়ায় পাড়ি দিয়েছিলেন মুরিয়ো। তবে তাকে ১৩ মিলিয়ন ইউরোর বিনিময়ে স্থায়ীভাবে রেখে দেওয়ার বিষয়টি চুক্তিতে যুক্ত ছিল, যা কয়েকমাস আগেই বাস্তবায়ন করেছিল স্প্যানিশ ক্লাবটি।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ