ওয়েস্ট ইন্ডিজ শুরুটা করেছিলেন ঝড়ের বেগে। বাংলাদেশের কোনো বোলারকে পাত্তা দিচ্ছিলেন ক্যারিবীয়রা। তবে বড় সংগ্রহের দিকে এগিয়ে যাওয়া ওয়েস্ট ইন্ডিজের লাগাম টেনে ধরেন সাকিব-রিয়াদ এবং মোস্তাফিজ। শেষ পর্যন্ত ১৯.২ ওভারে ১৯০ রানে থামে ক্যারিবীয়দের ইনিংস।
সিরিজ জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ১৯১ রান। কেমো পল এসে মোস্তাফিজের বল তুলে মারতে গেলে ব্যক্তিগত ২ রানে আরিফুল ইসলামের ক্যাচে মাঠ ছাড়েন। তবে দশম ওভারে দুর্দান্ত বল করে বাংলাদেশকে ম্যাচে ফেরান মাহমুদউল্লাহ রিয়াদ। পর পর দুই বলে আউট করেন এভিন লুইস ও শিমরন হেটমায়ারকে। ৩৬ বলে ৬টি চার ও ৮টি ছক্কায় ৮৯ রানের টর্নেডো ইনিংস খেলা লুইসকে বোল্ড করেন রিয়াদ। পরের বলে এলবি হয়ে মাঠ ছাড়েন হেটমায়ার।
নিজের তৃতীয় ওভারে ফের উইকেট তুলে নেন মাহমুদউল্লাহ। এবার রোভম্যান পাওয়েলকে ১৯ রানে লিটন দাশের ক্যাচে মাঠ ছাড়া করান এই অলরাউন্ডার।
১৭তম ওভার ও নিজের চতুর্থ ওভারে দুই উইকেট তুলে নেন মোস্তাফিজ। নিকোলাস পুরানকে ফেরান মোস্তাফিজ। ২৪ বলে ২৯ রান করা পুরানকে দুর্দান্ত ক্যাচে মাঠ ছাড়া করান। আর পঞ্চম বলে মেহেদির ক্যাচে ৮ রান করে ফেরেন কার্লোস ব্র্যাথওয়েট।
নিজের চতুর্থ ওভারে এসে আরও দুটি উইকেট লাভ করেন সাকিব। মুশফিকের ক্যাচ ও স্ট্যাম্পিংয়ে মাঠ ছাড়েন রাদারফোর্ড ও ফ্যাবিয়ান অ্যালেন।
এর আগে সফরকারীদের বিপক্ষে টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব।
ম্যাচে প্রথমে ব্যাটিং পেয়ে ২১১ রানের পাহাড় সমান সংগ্রহ গড়েছিল বাংলাদেশ। আজ জয় ছাড়া কিছুই ভাবছে না টাইগাররা।
বিডি প্রতিদিন/২২ ডিসেম্বর ২০১৮/আরাফাত