ইডেন গার্ডেন জো ডেনলির ম্যাজিকের অপেক্ষায়। কলকাতা নাইট রাইডার্স'র ফেসবুক পেজেই লেখা রয়েছে এমন কথা। যে কোনো মুহূর্তে বলকে ছুড়ে ফেলতে পারেন গ্যালারিতে। আবার দরকারের সময়ে উইকেটও তুলে নিতে দক্ষ ডেনলি। এবারের আইপিএল নিলামে কেকেআর কিনে নিয়েছে ডেনলিকে। সেই ডেনলির অপেক্ষাতেই রয়েছেন কলকাতা নাইটরাইডার্স'র ভক্তরা।
২০০৯ সালের আগস্টে ওয়ানডে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ইংল্যান্ডের হয়ে অভিষেক হয় জো ডেনলির। তার ঠিক তিন দিন পরেই টি-টোয়েন্টি ক্রিকেটেও অভিষেক হয় তার। ২০১০ সালের ফেব্রুয়ারিতে পাকিস্তানের বিরুদ্ধে টি টোয়েন্টি খেলার পর আর জাতীয় দলে দেখা যায়নি ডেনলিকে।
৮ বছর পর আবারও জাতীয় দলের জার্সিতে দেখা যায় ডেনলিকে। এই সময়ে হয়ে যায় ৩৮৪টি ম্যাচ। ডেনলি অবশ্য বসে ছিলেন না। ঘরোয়া ক্রিকেট খেলেন। ঘরোয়া ক্রিকেটে নিজেকে প্রমাণ করে তবেই জাতীয় দলে ফেরেন ডেনলি। সেই ডেনলিকে এবার কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে খেলতে দেখা যাবে। তার উপরে আস্থা রয়েছে কেকেআর ভক্তদের।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত