পাকিস্তানের বিপক্ষে বক্সিং ডে টেস্টের জন্য দক্ষিণ আফ্রিকা দলে ডাক পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা ড্যান প্যাটারসন। প্রোটিয়াদের নিয়মিত পেসার ভারনন ফিল্যান্ডারের আঙুলে চিড় ধরা পড়ায় কাপল খুলেছে তার।
তবে দক্ষিণ আফ্রিকান বোর্ডের নির্বাচক কমিটির আহ্বায়ক লিন্ডা জন্ডি জানিয়েছেন, প্যাটারসনকে আপাতত তারা ব্যাকআপ বোলার হিসেবে ভাবছেন। মূল একাদশে খেলার সম্ভাবনা রয়েছে ডুয়েইন অলিভারের। মূলত বদলি খেলোয়াড় হিসেবেই তাকে দলে ডেকেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড।
প্রসঙ্গত, এর আগে ইনজুরির কারণে ছিটকে পড়েছেন লুঙ্গি এনগিডিও। ফলে বক্সিং ডে টেস্টে দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণ হতে পারে ডেল স্টেইন, কাগিসো রাবাদা ও ডুয়েইন অলিভারেকে নিয়ে।
আগামী ২৬ ডিসেম্বর বক্সিং ডে টেস্টে পাকিস্তানকে স্বাগত জানাবে প্রোটিয়ারা।
বক্সিং ডে টেস্টে দক্ষিণ আফ্রিকা স্কোয়াড
ফাফ ডু প্লেসি, হাশিম আমলা, টেম্বা বাভুমা, থিউনিস ডি ব্রাউন, কুইন্টন ডি কক, ডিন এলগার, জুবায়ের হামজা, কেশভ মহারাজ, এইডেন মারক্রাম, ডুয়েইন অলিভার, ড্যান প্যাটারসন, কাগিসো রাবাদা ও ডেল স্টেইন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ