আবারও ইনজুরিতে পড়লেন টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। বাম হাতের অনামিকা আঙ্গুলের এই ইনজুরি থেকে সেরে উঠতে তার সময় লাগবে কমপক্ষে তিন সপ্তাহ।
ফলে আগামী ১৩ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলতে পারবেন না বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার।
শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনালে ব্যাটিং করার সময় বাম হাতের অনামিকা আঙ্গুলে চোট পান সাকিব।
সূত্র: ক্রিকবাজ
বিডি প্রতিদিন/কালাম