ইংল্যান্ডের অধিনায়ক জো রুটকে ‘সমকামী’ বলায় আইসিসির শাস্তির মুখে পড়তে যাচ্ছেন ক্যারিবিয়ান পেসার গ্যাব্রিয়েল শ্যানন। সেন্ট লুসিয়া সিরিজের তৃতীয় টেস্টে এই আপত্তিকর মন্তব্য করেন তিনি।
আপত্তিকর মন্তব্য করায় শ্যাননের বিরুদ্ধে ২.১৩ ধারা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে বলে জানিয়েছে আইসিসি। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসির এক বিবৃতিতে বলা হয়, ‘অভিযোগটি খতিয়ে দেখার জন্য ম্যাচ আম্পায়ার জ্যাফ ক্রুকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আইসিসি এ অভিযোগ নিয়ে কোনো মন্তব্য করবে না।’
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৩২ রানের বিশাল জয়ের পর শ্যাননের এমন মন্তব্য নিয়ে রুট বলেন, ‘আইসিসি ব্যাপারটি দেখছে। আমি এ নিয়ে কিছু বলতে চাই না। তবে, একজন ক্রিকেটার হিসেবে তার দায়িত্ব বোঝা উচিত।’
বিডি প্রতিদিন/এনায়েত করিম