শেষকৃত্যের জন্য ফুটবলার এমিলিয়ানো সালা'র মরদেহ লন্ডন থেকে আর্জেন্টিনায় পৌঁছেছে। বুয়েন্স এইরেসের ইজিজা আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর তার মরদেহ শেষকৃত্যের জন্য ইয়ুথ ক্লাবের প্রধান কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
ক্লাবের মাঠেই ছোট বেলা কেটে ছিল সালা'র। ক্লাবের পাশের একটি জিমনেশিয়ামের মাঠে অনুষ্ঠিত হবে শেষকৃত্যের অনুষ্ঠান।
শনিবার কার্ডিফ সিটি ক্লাবের ম্যানেজার নেইল ওয়ারনক এবং প্রধান নির্বাহী কেন চো'র তার শেষকৃত্যের অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে।
২০১৯ এর ২১ জানুয়ারি ফ্রেঞ্চ ক্লাব ন'তে থেকে প্রিমিয়ার লিগে কার্ডিফে যোগ দিতে যাওয়ার সময় নিখোঁজ হয় তাকে বহনকারী বিমানটি। ৩ ফেব্রুয়ারি পাওয়া যায় ২৮ বছর বয়সী এই ফুটবলারের মরদেহ।
বিডি প্রতিদিন/১৬ ফেব্রুয়ারি ২০১৯/আরাফাত