কোপা আমেরিকায় আর্জেন্টিনার বিরুদ্ধে শেষ তিন সাক্ষাৎকারে তিন বারই জিতেছে ব্রাজিল (১৯৯৯, ২০০৪ ও ২০০৭)। বুধবার ঘরের মাঠেও জয়ের ধারা বজায় রাখতে মরিয়া পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নেরা। আর তারই জের ধরে লিওনেল মেসিকে আটকানোর প্রস্তুতি শুরু হয়ে গেল ব্রাজিল শিবিরে।
নেইমার দা সিলভা স্যান্টোস (জুনিয়র)-হীন ব্রাজিল জয় দিয়ে কোপা আমেরিকায় অভিযান শুরু করলেও প্রথম ম্যাচেই ধাক্কা খায় আর্জেন্টিনা। শুধু তাই নয়। একেবারেই ছন্দে নেই মেসি। চার ম্যাচে মাত্র একটি গোলই করেছেন বার্সেলোনা তারকা। তা সত্ত্বেও মেসিকে নিয়েই উদ্বিগ্ন ব্রাজিলের ডিফেন্ডারেরা।
থিয়াগো সিলভা বলেছেন, ‘‘আমি মনে করি, ফুটবলের ইতিহাসে মেসি অন্যতম সেরা। ওর মতো ফুটবলার আমি দেখিনি।’’ তিনি আরও বলেছেন, ‘‘জাতীয় দলের হয়ে কোন প্রতিযোগিতা বা ক্লাবের জার্সিতে চ্যাম্পিয়ন্স লিগে যখনই মেসির মুখোমুখি হয়েছি, সমস্যায় পড়তে হয়েছে। যতই প্রস্তুতি নিই, ওকে আটকানো অসম্ভব। কখন কী করে দেবে, কেউ কল্পনা করতে পারবে না।’’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ