সাকিব আল হাসানকে সরিয়ে আইসিসি টেস্ট অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে দ্বিতীয়স্থানে উঠে এসেছেন ইংল্যান্ডের বেন স্টোকস। অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান অ্যাশেজের তৃতীয় টেস্টে ৪ উইকেট নেওয়ার পাশাপাশি দ্বিতীয় ইনিংসে অপরাজিত ১৩৫ রানের দুর্দান্ত ইনিংস খেলে ইংল্যান্ডকে ১ উইকেটে অবিস্মরনীয় জয় এনে দেন স্টোকস। তার এমন অলরাউন্ডার পারফরম্যান্সের সুবাদে তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন তিনি।
শীর্ষে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জেসন হোল্ডার। তার রেটিং ৪৩৩। স্কোটসের রেটিং পয়েন্ট ৪১১। তৃতীয়স্থানে নেমে যাওয়া সাকিবের রেটিং ৩৯৯। চতুর্থ ও পঞ্চমস্থানে রয়েছে যথাক্রমে ভারতের রবীন্দ্র জাদেজা ও দক্ষিণ আফ্রিকার ভারনন ফিলান্ডার। তাদের রেটিং যথাক্রমে ৩৯৫ ও ৩২৬।
বিডি-প্রতিদিন/মাহবুব