চিলির বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে গোলশূন্য ড্র করল আর্জেন্টিনা। কনমেবলের সমালোচনা করায় তিন মাসের নিষেধাজ্ঞার কারণে এ ম্যাচে ছিলেন না আর্জেন্টিনার সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি।
শুক্রবার যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে নিরপেক্ষ ভেন্যুতে মুখোমুখি হয় লাতিন আমেরিকার দুই দেশ।
মেসির অনুপস্থিতিতে পাওলো দিবালা, লাওতারো মার্তিনেজ ও কোরেয়াদের নিয়ে আক্রমণভাগ সাজান আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। তবে ম্যাচে তেমন প্রভাব ফেলতে পারেননি তারা।
বল পজিশনে দু’দলই সমান ছিল। তবে টোটাল পাসে চিলিই এগিয়ে ছিল। ফলে নির্ধারিত সময় শেষে ড্র নিয়েই মাঠ ছাড়ে আলবিসেলেস্তারা।
বিডি প্রতিদিন/কালাম