ইউএস ওপেনে ১০১তম জয় পেয়েছেন মার্কিন টেনিস তারকা সেরেনা উইলিয়ামস। এর মাধ্যমে তিনি পৌঁছে গেছেন ইউএস ওপেনের ফাইনালে। বৃহস্পতিবার রাতে সেমিফাইনালের খেলায় তিনি ৬-৩, ৬-১ সেটে হারিয়ে দিয়েছেন পঞ্চম বাছাই ইউক্রেনের এলিনা ভিতোলিনাকে।
রেকর্ড ২৪তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের লক্ষ্যে থাকা সেরেনা ফাইনালে প্রতিদ্বন্দ্বী হিসেবে পাচ্ছেন কানাডার বিয়ান্সা অ্যান্ডিসুকে (১৯)। ফাইনালের খেলা অনুষ্ঠিত হবে আগামীকাল শনিবার।
এর আগে ছয় বার ইউএস ওপেন জিতেছেন ৩৭ বছরের সেরেনা। আর ১০ বারের মতো (সবচেয়ে বেশিবার) ইউএস ওপেনের ফাইনালে খেলছেন সেরেনা। উন্মুক্ত যুগে যা অনেক বড় একটি রেকর্ড।
বিডি প্রতিদিন/ফারজানা