সেঞ্চুরির দ্বারপ্রান্তে থাকা আফগান ব্যাটসম্যান আসগর আফগানকে সাজঘরে পাঠিয়ে টাইগার শিবিরে স্বস্তি এনে দিলেন স্পিনার তাইজুল ইসলাম। শুক্রবার দ্বিতীয় দিনের চতুর্থ ওভারের শেষ বলে তাইজুলকে স্লগ করতে গেলে আসগরের ব্যাটের উপরের কানায় লেগে বল উপরে উঠে যায়। অন্যদের থামিয়ে ক্যাচটা সহজেই লুফে নেন মুশফিকুর রহিম।
আউট হওয়ার ১৭৪ বলে ৩টি বাউন্ডারির সঙ্গে ২টি ছক্কার সাহায্যে ৯২ রানের ঝলমলে ইনিংস খেলেন আসগর। একই সঙ্গে আফসার জাজাইয়ের সঙ্গে ৮১ রানের দারুণ একটি জুটি গড়েই বিদায় নিলেন আসগর। সতীর্থের বিদায়ের পর স্কোরবোর্ডে ২১ রান যোগ হতেই তাইজুল দিনের দ্বিতীয় এবং ইনিংসের চতুর্থ শিকার হয়ে ৪১ রানে সাজঘরে ফেরেন আফসার জাজাইও।
এ রিপোর্ট লেখার সময় আফগানিস্তানের রান ১০৫.২ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৯৯ রান।
এর আগে, প্রথম দিনের ২৭১ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে আসগর আফগান ও আফসার জাজাই।
বিডি-প্রতিদিন/মাহবুব