চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের বিপক্ষে সবকয়টি উইকেট হারিয়ে ৩৪২ রান সংগ্রহ করেছে আফগানিস্তান। জবাবে ব্যাট হাতে শুরুটা মোটেও ভালো হয়নি টাইগারদের। ধারাবাহিকভাবে উইকেট হারিয়ে বিধ্বস্ত টাইগার ব্যাটিং লাইনআপ।
১০৪ রানেই ৬ উইকেট হারিয়ে বসা বাংলাদেশের ইনিংসে একমাত্র লড়াই উপহার দিয়েছিলেন মুমিনুল হক। ফিফটির দেখাও পেয়েছিলেন। কিন্তু সেই তিনিও যোগ দিয়েছেন বাকিদের কাতারে। দলীয় ১৩০ রানে বিদায় নেন তিনি। মোহাম্মদ নবীর বলে আগ্রাসী শট খেলতে আসগর আফগানের হাতে ক্যাচ তুলে দিলে শেষ হয় তার লড়াকু ইনিংস।
এর আগে টেস্ট ক্যারিয়ারের ১৩তম ফিফটি তুলে নিতে ৬৯টি বল খেলেছেন মুমিনুল। বাউন্ডারি হাঁকিয়েছেন ৮টি।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ