ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) গভর্নিং বডি কেবল নো বল পর্যবেক্ষণের জন্য ম্যাচে বাড়তি একজন আম্পায়ার রাখার সিদ্ধান্ত নিয়েছে।
মাঠের দুই আম্পায়ার, থার্ড ও ফোর্থ আম্পায়ারদের থেকে এই নো বল আম্পায়ারের কাজ হবে সম্পূর্ণ আলাদা। প্রযুক্তির সাহায্য নিয়ে বোলারের পা, হাত ও মাঠে ফিল্ডারদের ফিল্ডিং পজিশনের দিকে লক্ষ্য রেখে নো বল জনিত ভুলত্রুটি দূর করাই হবে তার কাজ।
ভারতের সাবেক ব্যাটসম্যান ব্রিজেশ প্যাটেলকে প্রধান করে মঙ্গলবার এক সভায় নো বল আম্পায়ারের ব্যাপারে সিদ্ধান্তে উপনীত হয় আইপিএল গভর্নিং বডি। সেই সভার একজন সদস্য জানিয়েছেন, আইপিএলের আগে পরীক্ষামূলকভাবে আগামী শুক্রবার থেকে শুরু হওয়া মুস্তাক আলী টি-টোয়েন্টি টুর্নামেন্টে প্রয়োগ করা হবে নিয়ম। পরে ধারাবাহিকভাবে প্রয়োগ করা হবে রঞ্জি ট্রফিতেও।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ