দায়িত্ব নিয়েই টটেনহ্যাম হটস্পারের খেলোয়াড়দের মন জয় করে ফেলেছেন ম্যানেজার জোসে মরিনহো। ফুটবলারদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছেন বহুগুণে। মঙ্গলবার রাতে ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লিগে টটেনহ্যামের প্রতিপক্ষ অলিম্পিয়াকোস। যে ম্যাচে জিতলেই পরের রাউন্ডে চলে যাবে মরিনহোর দল। ড্র করলেও পরের রাউন্ডে যাওয়ার আশা থাকবে চার ম্যাচে সাত পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা টটেনহ্যামের।
গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে টটেনহ্যাম অধিনায়ক হ্যারি কেন বলছেন, ‘‘নতুন ম্যানেজার দলকে ট্রফি পেতে নতুন প্রেরণা জোগাচ্ছেন।’’ গত ১১ বছর কোন ট্রফি পায়নি ক্লাব। সেই প্রসঙ্গ তুলে হ্যারি কেন বলেন, ‘‘বর্তমান ম্যানেজার মরিনহো যে ক্লাবের দায়িত্ব নিয়েছেন, সেই ক্লাবই ট্রফি জিতেছে। চলতি মৌসুমে আমাদের লক্ষ্য চ্যাম্পিয়ন্স লিগ জেতা। আশা করছি মরিনহোর যোগদানে সেই স্বপ্ন পূরণ হতে পারে আমাদের। আর মরিনহোর মতো বড় মাপের ম্যানেজার দলের সঙ্গে থাকলে জয়ের খিদে ও ট্রফি জেতার আত্মবিশ্বাস বেড়ে যায়।’’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ