এশিয়ার মৌসুম সেরা গোলের তালিকায় স্থান পেয়েছে বাংলাদেশি খেলোয়াড় সোহেল রানার করা নান্দনিক এ গোল। গত ২১ আগস্ট এএফসি কাপে উত্তর কোরিয়ান ক্লাব এপ্রিল টোয়েন্টিফাইভ এসসি’র বিপক্ষে গোলটি করেছিলেন তিনি। সর্বশেষ মৌসুমে হওয়া সেরা ৮টি গোলের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। যেখান থেকে ভোটের মাধ্যমে বাছাই করা হবে মৌসুম সেরা গোল।
সোহেল রানার গোলটিকে সেরা নির্বাচিত করতে ভোট দিতে পারেন আপনিও। ভোট দিতে প্রবেশ করুন এএফসি ওয়েবসাইটের এই লিংকে। তালিকার একদম নিচে অর্থাৎ ৮ নম্বরে রয়েছে সোহেল রানার গোলটি। তার গোলের ভিডিওর নিচেই ভোটবাক্স। যেখানে 'রানা' লেখা ঘরে টিক দিয়ে ভোট অপশনে ক্লিক করলেই জমা হবে আপনার ভোট।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৪৬৯ ভোট নিয়ে তিন নম্বরে রয়েছে বাংলাদেশের সোহেল রানার গোল। সবচেয়ে বেশি ১২৭৭০ ভোট জমা পড়েছে পিএসএম মাকাসারের ডাচ ফরোয়ার্ড মার্ক ক্লকের গোলে।
বিডি প্রতিদিন/ফারজানা