স্পালকে হারিয়ে সিরি আ’র শীর্ষস্থান দখল করেছে ইন্টার মিলান। জোড়া গোল করেন লাউতারো মার্তিনেস।
ম্যাচের মাত্র ১৬তম মিনিটেই দুর্দান্ত এক গোলে ইন্টারকে এগিয়ে দেন মার্তিনেস। এরপর বিরতির ঠিক ৪ মিনিট আগে হেড থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন এই আর্জেন্টাইন।
দ্বিতীয়ার্ধের শুরুতে এক গোল শোধ করেন স্পালের মাত্তিয়া ভালোতি। তবে এরপর ব্যবধান আরও বাড়ানোর সুযোগ পেয়েছিলেন মার্তিনেস। কিন্তু মার্তিনেসকে হ্যাটট্রিক বঞ্চিত করেন স্পালের গোলরক্ষক বেরিশা।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ