এমেরি বরখাস্ত হওয়ার পর লুজেনবার্গের অধীনে প্রথমবার মাঠে নেমেছিল আর্সেনাল। কিন্তু গানাররা তাদের সাবেক তারকা মিডফিল্ডার ও কোচকে অভিষেকটা রাঙিয়ে দিতে পারেনি।
রবিবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে ক্যারো রোডে আর্সেনাল রক্ষা পেয়েছে আরেকটি হারের মুখ থেকে। পিছিয়ে পড়েও পিয়েরে-এমেরিক অউবামেয়াংয়ের জোড়া গোলে গানাররা ২-২ ব্যবধানে ড্র করেছে তলানির দল নরউইচ সিটির বিপক্ষে। এই নিয়ে টানা ৮ ম্যাচে জয় বঞ্চিত থাকলো গানাররা।
ম্যাচের শুরু থেকে আক্রমণের ধার ধরে রাখলেও ২১ মিনিটে ফিনিশীয় ফরোয়ার্ড টিমো পুক্কির গোলে পিছিয়ে পড়ে আর্সেনাল। তবে ২৯ মিনিটে পেনাল্টি শট থেকে গানারদের সমতায় ফেরান অউবামেয়াং।
কিন্তু প্রথমার্ধের যোগ করা দ্বিতীয় মিনিটে টড কান্টওয়েলের গোলে পুনরায় এগিয়ে যায় নরউইচ। তবে গানারদের পরাজয়ের হাত থেকে আবারও বাঁচান অউবামেয়াং। ৫৭ মিনিটে মুস্তফির নেওয়া শট থেকে ফিরতি শটে নরউইচের জালে বল পাঠিয়ে দেন এই ৩০ বছর বয়সী স্ট্রাইকার। বাকি সময় আক্রমণে গেলেও জয়ের মুখ দেখেনি লুজেনবার্গের দল।
এই ড্রয়ে ১৪ ম্যাচে মাত্র ১৯ পয়েন্ট পয়েন্ট তালিকায় অষ্টম স্থানে অবস্থান করছে আর্সেনাল।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ