নেপালে চলমান সাউথ এশিয়ান (এসএ) গেমসের ১৩তম আসরে পদক জিতলে বিশেষ পুরস্কারের ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল।
গত আসরের চেয়ে এবার বাংলাদেশ ভালো পারফরম্যান্স করবে উল্লেখ করেন ক্রীড়া প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘এবার ব্যক্তিগত ইভেন্টে যারা স্বর্ণ জিতবেন তাদের ৬ লাখ টাকা করে পুরস্কার দেয়া হবে। রৌপ্য জিতলে পাবেন ৩ লাখ টাকা করে এবং ব্রোঞ্জ জিতলে ১ লাখ টাকা। আর দলীয় ইভেন্টে স্বর্ণ জিতলে প্রত্যেকে পাবেন ১ লাখ টাকা করে। রৌপ্য জয়ীরা পাবেন ৫০ হাজার এবং ব্রোঞ্জজয়ীরা ৩০ হাজার টাকা ।’
মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া সচিব মো. আকতার হোসেন ও জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. মাসুদ করিম।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ