শ্রীলঙ্কা সফরের জন্য ইংল্যান্ড টেস্ট দলে ফিরেছেন ওপেনার কিটন জেনিংস ও উইকেট রক্ষক-ব্যাটসম্যান বেন ফোকস। আগামী মাসে শ্রীলঙ্কা সফর করবে জো রুটের নেতৃত্বাধীন ইংল্যান্ড। মঙ্গলবার ঘোষিত ১৬ সদস্যের দলে জায়গা পাওয়া এই দুজন ২০১৯ সালের শুরুতে ওয়েস্ট ইন্ডিজ সফরের পর আর টেস্ট খেলেননি।
এদিকে, তিন ফরম্যাটে নিয়মিত খেলা উইকেট রক্ষক-ব্যাটসম্যান জনি বেয়ারস্টোকে এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে বলে জানান ইংল্যান্ডের জাতীয় নির্বাচক এড স্মিথ।
টেস্টে ইংল্যান্ডের সর্বোচ্চ উইকেটশিকারি জেমস অ্যান্ডারসন চোটের কারণে দলে নেই। দক্ষিণ আফ্রিকায় ইংল্যান্ডের ৩-১ ব্যবধানে জেতা সবশেষ সিরিজে পাওয়া পাঁজরের চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় আছেন ৩৭ বছর বয়সী পেসার। কনুইয়ের চোটে আগেই ছিটকে গেছেন পেসার জফ্রা আর্চার। চোটের জন্য নেই ওপেনার ররি বার্নসও। অসুস্থতার জন্য গত জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফিরেছিলেন বাঁহাতি স্পিনার জ্যাক লিচ। তিনি আছেন শ্রীলঙ্কা সফরের দলে। স্পিন আক্রমণে তার সঙ্গী ম্যাট পার্কিনসন ও ডমিনিক বেস।
নিজেকে টেস্ট থেকে সরিয়ে রাখা অফ স্পিনিং অলরাউন্ডার মঈন আলি নেই এই সিরিজেও।
আগামী ১৯ মার্চ গলে শুরু হবে প্রথম টেস্ট। কলম্বোয় দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু ২৭ মার্চ।
ইংল্যান্ড টেস্ট দল : জো রুট (অধিনায়ক), ডমিনিক বেস, স্টুয়ার্ট ব্রড, জস বাটলার, জ্যাক ক্রলি, স্যাম কারান, জো ডেনলি, বেন ফোকস, কিটন জেনিংস, জ্যাক লিচ, ম্যাট পার্কিনসন, অলি পোপ, ডমিনিক সিবলি, বেন স্টোকস (সহ-অধিনায়ক), ক্রিস ওকস, মার্ক উড।
বিডি প্রতিদিন/এনায়েত করিম