বিশ্বকাপে বিরাট কোহলিদের হৃদস্পন্দন থামিয়ে দেওয়া ট্রেন্ট বোল্ট নেই। ফাস্ট বোলার লকি ফার্গুসন নেই। ম্যাট হেনরি নেই। এমনকি, অ্যাডাম মিলনেও বাইরে। চোট-আঘাতে জর্জরিত হয়ে এমনই পরিস্থিতি হয়েছিল যে, তাদের সহকারী কোচকে পর্যন্ত ফিল্ডিং করতে নেমে পড়তে হয়। এ রকম দল নিয়েও ভারতকে ফের চমক দিয়ে গেলেন রস টেইলরেরা। ৩-০ হোয়াইটওয়াশ করে বুঝিয়ে দিয়ে গেলেন, ভারতীয় দলের কাছে পঞ্চাশ ওভারের ক্রিকেটে এখনও অনেক প্রশ্নের উত্তর অজানা।
নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন মনে করছেন, যেভাবে হামিশ বেনেট বা কাইলি জেমিসনের মতো তরুণরা এগিয়ে এলেন অভিজ্ঞদের স্থান ভরাট করতে, সেটাই সব চেয়ে বড় প্রাপ্তি। সাংবাদিক বৈঠকে বলে গেলেন, ‘‘আমাদের দেশে ছোট বাউন্ডারি এবং পিচের চরিত্রের কারণে বুদ্ধি করে বল করা গুরুত্বপূর্ণ। সেই কাজটা বোলারেরা খুব ভাল করেছে। মোক্ষম সময়ে মাথা ঠান্ডাও রাখতে পেরেছি আমরা।’’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ